Company Maintanance

Annual Tax Return Filling
made simple..

No more nightmares. Say hello to hassle-free personal tax returns, employee tax returns, and business tax services in Bangladesh.

Stay updated with NBR with your Assets and Earnings.

Meet deadlines

We’ll alert you for any due fillings and pre actions from you so they don’t slip your mind.

s

Avoid penalties

Ensure your allowable expenses & maximum investment rebate before updating your changes in Assets.

Z

Stay compliant

We keep track your earnings and changes in Assets to avail the maxium tax benefits.

Bangladesh Individual Tax Return Guide for 2024-2025

OVERVIEW

  1. ২০২৪-২০২৫করবর্ষের আয়করের হার
  2. সারচার্জের হার
  3. মোটর গাড়ি (জীপ ও মাইক্রোবাসের)অগ্রিম কর
  4. বিনিয়োগ জনিত কর রেয়াত
  5. বাংলাদেশে প্রচলিত সঞ্চয়পত্র সমূহের উল্লেখযোগ্য বিষয় সমূহ
  6. গৃহ সম্পত্তি ভাড়ার আয়
  7. যে সমস্ত কারনে আয়কর রিটার্ন প্রসেস / অডিট / পুনঃরায় উন্মোচন হতে পারে
  8. আয়কর রিটার্ন দাখিল না করিলে কি হয়?

     

Bookkeeping in Bangladesh

 

২০২১-২০২২ করবর্ষের আয়করের হার

২০২১-২০২২ কর বছরের জন্য প্রযোজ্য আয়কর হার Income Tax Ordinance 1984. (Ordinance No. XXXVI of 1984) এর সেকশন ২(৪৬) অনুযায়ী সকল প্রত্যেক ব্যক্তি-করদাতা (অনাবাসী বাংলাদেশীসহ ), হিন্দু যৌথ পরিবার ও অংশীদারি ফার্মের ক্ষেত্রে মোট আয়ের উপর আয়করের হার নিম্নরূপ হইবে, যথা-

 

 ক্রমিক নং মোট আয় কর হার
  প্রথম ৩,০০,০০০/- পর্যন্ত মোট আয়ের উপর শুন্য
  প্রথম ১,০০,০০০/- পর্যন্ত মোট আয়ের উপর ৫%
 0 প্রথম ৩,০০,০০০/- পর্যন্ত মোট আয়ের উপর ১০%
  প্রথম ৪,০০,০০০/- পর্যন্ত মোট আয়ের উপর ১৫%
  প্রথম ৫,০০,০০০/- পর্যন্ত মোট আয়ের উপর ২০%
  অবশিষ্ট মোট আয়ের উপর ২৫%

 

তবে শর্ত থাকে যে,

ক) তৃতীয় লিঙ্গের করদাতা, মহিলা করদাতা এবং ৬৫ বছর তদূর্ধ্ব বয়সের করদাতার করমুক্ত আয়ের সীমা হইবে ৩,৫০,০০০/- টাকা ;

খ) প্রতিবন্ধী ব্যাক্তি করদাতার করমুক্ত আয়ের সীমা হইবে ৪,৫০,০০০/- টাকা;

গ) গেজেটেভুক্ত যুদ্ধাহত করদাতার করমুক্ত আয়ের সীমা হইবে ৪,৭৫,০০০/- টাকা;

ঘ) কোনো প্রতিবন্ধী ব্যাক্তির পিতামাতা বা আইনানুগ অভিভাবকের প্রত্যেক সন্তান / পোষ্যের   জন্য  করমুক্ত আয়ের সীমা ৫০,০০০/- টাকা বেশি হইবে; প্রতিবন্ধী ব্যাক্তির পিতা ও মাতা উভয়েই করদাতা হইলে যে কোনো একজন এই সুবিধা ভোগ করিবেন;

নুন্যতম করের পরিমান কোনো ভাবেই নিম্নরূপে বর্ণিত হারের কম হইবে না, যথা:-

  • ঢাকা উত্তর সিটি কর্পোরেশন, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন ও চট্টগ্রাম সিটি কর্পোরেশন এলাকায় অবস্থিত করদাতার ৫,০০০/- টাকা;
  • অন্যান্য সিটি কর্পোরেশন এলাকায় অবস্থিত করদাতার ৪,০০০/- টাকা;
  • সিটি কর্পোরেশন ব্যাতিত অন্যান্য এলাকায় অবস্থিত করদাতার ৩,০০০/- টাকা; `

সারচার্জের হার

ব্যাক্তি করদাতার ( assesse being individual ) এর ক্ষেত্রে, Income Tax Ordinance 1984. (Ordinance No. XXXVI of 1984) এর সেকশন ৮০ অনুযায়ী পরিসম্পদ, দায় ও খরচের বিবরণী ( statements of assets, liabilities and expenses ) তে প্রদর্শিত নিম্নবর্ণিত সম্পদের ভিত্তিতে, আয়কর প্রযোজ্য এইরূপ আয়ের উপর প্রযোজ্য আয়করের উপর নিম্নরূপ হারে সারচার্জ  প্রদেয় হইবে, যথা:-

 

ক্রমিক নং

নীট পরিসম্পদের মূল্যমান

সারচার্জের হার

 

ক)

নীট পরিসম্পদের মূল্যমান তিন কোটি টাকা পর্যন্ত-

শুন্য

খ)

নীট পরিসম্পদের মূল্যমান তিন কোটি টাকার অধিক কিন্তু দশ কোটি টাকার অধিক নহে;

বা, নিজ নামে একের অধিক মোটর গাড়ি 

বা, কোনো সিটি কর্পোরেশন এলাকায় মোট ৮,০০০ বর্গফুটের অধিক আয়তনের গৃহ- সম্পত্তি

১০%

গ)

নীট পরিসম্পদের মূল্যমান দশ কোটি টাকার অধিক কিন্তু বিশ কোটি টাকার অধিক নহে;

 

২০%

ঘ)

নীট পরিসম্পদের মূল্যমান বিশ কোটি টাকার অধিক কিন্তু পঞ্চাশ কোটি টাকার অধিক নহে;

 

৩০%

 

নীট পরিসম্পদের মূল্যমান পঞ্চাশ কোটি টাকার অধিক হলে-

৩৫%

মোটর গাড়ি (জীপ ও মাইক্রোবাসের ) অগ্রিম কর

Income Tax Ordinance 1984. (Ordinance No. XXXVI of 1984) এর Section 68B এর সংশোধন । উক্ত Ordinance এর Section 68B এর- (ক) sub section (2) এ উল্লিখিত নিম্নরূপ Table এর পরিবর্তে নিম্নের Table প্রতিস্থাপিত হইবে,যথা:-

Serial No.

Type and engine capacity of motor car

Ammount of tax (in taka)

1

A car or a jeep, not exceeding 1500cc or 75kw

25,000/-

2

A car or a jeep, exceeding 1500cc or 75kw but not exceeding 2000cc or 100kw

50,000/-

3

A car or a jeep, exceeding 2000cc or 100kw but not exceeding 2500cc or 125kw

75,000/-

4

A car or a jeep, exceeding 2500cc or 125kw but not exceeding 3000cc or 150kw

1,25,000/-

5

A car or a jeep, exceeding 3000cc or 150kw but not exceeding 3500cc or 175kw

1,50,000/-

6

A car or a jeep, exceeding 3500cc or 175kw

2,00,000/-

7

A microbus

30,000/-

 

বিনিয়োগ জনিত কর রেয়াত   

আয়কর অধ্যাদেশ, ১৯৮৪ এর [44(4)(b)] ধারা অনুযায়ী ২০২১-২০২২ করবর্ষে   বিনিয়োগজনিত কর রেয়াত সুবিধা পাওয়ার জন্য আগামী ৩০শে জুন ২০২১ ইং তারিখের মধ্যে নির্দিষ্ট খাতে বিনিয়োগ / দান করুন।

                       কর রেয়াতযোগ্য বিনিয়োগ / দানের খাত

একজন করদাতার বিনিয়োগ দানের উল্লেখ যোগ্য খাতগুলোর তালিকা নিচে দেয়া হলো:

  • জীবন বীমার প্রিমিয়াম ;
  • সরকারি কর্মকর্তার প্রভিডেন্ট ফান্ডে চাঁদা;
  • স্বীকৃত ভবিষ্যত তহবিলে নিয়োগকর্তা ও কর্মকর্তার চাঁদা;
  • কল্যাণ তহবিল ও গোষ্ঠী বীমা তহিবলে চাঁদা;
  • সুপার এনুয়েসন ফান্ডে প্রদত্ত চাঁদা;
  • যে কোনো তফসিলি ব্যাংকে বা আর্থিক প্রতিষ্ঠানের ডিপিএস স্কীমে বার্ষিক সর্বোচ্চ ৬০,০০০/- বিনিয়োগ;
  • সঞ্চয়পত্র ক্রয়ে বিনিয়োগ;
  • বাংলাদেশ স্টক এক্সচেঞ্জে তালিকাভুক্ত কোম্পানির শেয়ার, স্টক মিউচুয়াল ফান্ড বা ডিবেঞ্চারে বিনিয়োগ;
  • বাংলাদেশ সরকার অনুমোদিত ট্রেজারি বন্ডে বিনিয়োগ;
  • জাতির জনকের স্মৃতি রক্ষার্থে নিয়োজিত জাতীয় পর্যায়ের প্রতিষ্ঠানে অনুদান;
  • যাকাত তহবিলে দান;
  • জাতীয় রাজস্ব বোর্ড কর্তৃক অনুমোদিত কোনো দাতব্য হাসপাতালে দান;
  • প্রতিবন্দ্বীদের কল্যানে স্থাপিত কোনো প্রতিষ্ঠান দান;
  • মুক্তিযুদ্ধ জাদুঘরে প্রদত্ত দান;
  • আগা খান ডেভেলপমেন্ট নেটওয়ার্কে দান;
  • আহসানিয়া ক্যান্সার হাসপাতালে দান;
  • ICDDRB তে প্রদত্ত দান;
  • CRP সাভারে প্রদত্ত দান;
  • সরকার কর্তৃক অনুমোদিত জনকল্যাণমূলক বা শিক্ষা প্রতিষ্ঠানে দান;
  • এশিয়াটিক সোসাইটি বাংলাদেশ এ দান;
  • ঢাকা আহসানিয়া মিশন ক্যান্সার হাসপাতালে দান;
  • মুক্তিযুদ্ধের স্মৃতি রক্ষার্থে নিয়োজিত জাতীয় পর্যায়ের কোনো প্রতিষ্ঠানে অনুদান;

 

বাংলাদেশে প্রচলিত সঞ্চয়পত্র সমূহের উল্লেখযোগ্য বিষয় সমূহ:

 

ক) বাংলাদেশে বর্তমানে চালুকৃত সঞ্চয়পত্র সমূহের নাম এবং সেগুলো ক্রয়ের সর্বোচ্চ লিমিট:

 

ক্রমিক নং

        সঞ্চয় প্রকল্পের নাম

 

               সর্বোচ্চ সময়সীমা

     ব্যাক্তি পর্যায়ে

প্রাতিষ্ঠানিক বিনিয়োগ

এক নামে

যুগ্ন নামে

তিন মাস অন্তর মুনাফা ভিত্তিক সঞ্চয়পত্র

১ লক্ষ

৩০ লক্ষ

৬০ লক্ষ

উর্দ্ধসীমা নাই

পাঁচ বছর মেয়াদী বাংলাদেশ সঞ্চয়পত্র

১০ টাকা

৩০ লক্ষ

৬০ লক্ষ

উর্দ্ধসীমা নাই

পরিবার সঞ্চয়পত্র

১০ হাজার

৪৫ লক্ষ

পেনশনার সঞ্চয়পত্র

৫০ হাজার

৫০ লক্ষ

 

পাঁচ বছর মেয়াদী বাংলাদেশ সঞ্চয়পত্র, তিন মাস অন্তর মুনাফা ভিত্তিক সঞ্চয়পত্র এবং পরিবার সঞ্চয়পত্র তিনটি স্কিমের বিপরীতে সমন্বিত বিনিয়োগের ঊর্ধ্বসীমা একক নামে সর্বোচ্চ ৫০ (পঞ্চাশ) লক্ষ টাকা অথবা যৌথ নামে সর্বোচ ১ (এক ) কোটি টাকা ।

 

 খ) সঞ্চয়পত্র সমূহ থেকে প্রাপ্ত মুনাফা:

উ:)১,00,000/= (এক লক্ষ) টাকার ক্রয়কৃত সঞ্চয়পত্রের মুনাফার উপর উৎসে কর কর্তনের পর অর্থাৎ নীট প্রাপ্য মাসিক ও ত্রৈমাসিক কিস্তি মুনাফার পরিমাণ (সরকারি নির্দেশে উৎসে কর প্রদানের হার পরিবর্তিত হলে কিস্তির পরিমাণ পরিবর্তন হতে পারে) ।

 

ক্রমিক নং

সঞ্চয়পত্রের নাম

প্রাপ্তির সময়কাল

মুনাফা কিস্তির পরিমাণ

৫% উৎসে আয়কর বাদ দিয়ে

১০% উৎসে আয়কর বাদ দিয়ে

পরিবার সঞ্চয়পত্র

মাসিক/প্রতি মাসে

৯১২/-

৮৬৪/-

তিন মাস অন্তর মুনাফা ভিত্তিক সঞ্চয়পত্র

তিন মাস অন্তর

২৬২২/

২৪২৮/-

পেনশনার সঞ্চয়পত্র

তিন মাস অন্তর

২৭৯৩/-

২৬৪৬/-

 

গ) সঞ্চয়পত্র সমূহের উপর উৎসে আয়কর কর্তনের হার:

 

       সঞ্চয়পত্রের নাম

    পুঞ্জিভুত বিনিয়োগ*

    ৫ লক্ষ টাকা পর্যন্ত

পুঞ্জিভুত বিনিয়োগ*   ৫ লক্ষ টাকার বেশি

পাঁচ বছর মেয়াদী বাংলাদেশ    সঞ্চয়পত্র,

পরিবার সঞ্চয়পত্র,

তিন মাস অন্তর মুনাফা ভিত্তিক সঞ্চয়পত্র

 

৫%

                                                                 ১০%

 

ঘ) সঞ্চয়পত্র মেয়াদ পূর্তির পূর্বে নগদায়ন করলে প্রাপ্ত মুনাফার হার:

 

সময়সীমা

পাঁচ বছর মেয়াদী বাংলাদেশ সঞ্চয়পত্র

পেনশনার সঞ্চয়পত্র

পরিবার সঞ্চয়পত্র

তিন মাস অন্তর মুনাফা ভিত্তিক সঞ্চয়পত্র

১ম বৎসরান্তে 

৯.৩৫% 

৯.৭০%

৯.৫০%

১০.০০%

২য় বৎসরান্তে 

৯.৮০%

১০.১৫%

১০.০০%

১০.৫০%

৩য় বৎসরান্তে 

১০.২৫%

১০.৬৫%

১০.৫০%

১১.০৪%

৪র্থ বৎসরান্তে 

১০.৭৫%

১১.২০%

১১.০০%

_     

৫ম বৎসরান্তে 

১১.২৮%

১১.৭৬%

১১.৫২%

_

 

ঙ) সঞ্চয়পত্র ক্রয় করতে যা প্রয়োজন :

*নির্ধারিত ফর্ম (পুরন কৃত), ক্রেতা ও নমিনির ১ কপি সত্যায়িত ছবি এবং জাতীয় পরিচয় পত্রের কপি,

১ লক্ষ টাকার অধিক ক্রয়ের ক্ষেত্রে ক্রেতার  ETIN এর কপি, ক্রেতার MICR চেকের কপি এবং ইএফডি ফর্ম ।

 

 

গৃহ সম্পত্তি ভাড়ার আয়

আপনার কি  গৃহ সম্পত্তি ভাড়ার আয় আছে ?

আয়কর অধ্যাদেশ ১৯৮৪ এর ধারা অনুযায়ী গৃহ সমিতির আয় : বাড়ি /  ফ্লাট , স্থান ,স্থাপনা , আবাসিক / বাণিজ্যিক ভাড়া প্রদানে আয় প্রাপ্ত হলে  গৃহ সম্পত্তি খাতে আয় বলা হয়।

 

গৃহ সম্পত্তির আয়ের ক্ষেত্রে রিটার্নের সাথে সংযুক্তি সমূহ।

১।  ভাড়া চুক্তি পত্র এবং আদায় রশিদ এর কপি।

২।  ব্যাংক হিসাব বিবরণী।

৩।  ব্যাংক হিসাবে অন্যান্য লেনদেন থাকলে রিকন্সিলাশন।

৪।  উৎসে কর কর্তন থাকলে চালান কপি।

৫।  ব্যাংক লোন থাকলে প্রত্যায়ন পত্র।

৬।  অনুমোদিত ব্যায় সমূহের যাবতীয় প্রমাণাদি।

৭।  রেয়াত গ্রহণের জন্য বিনিয়োগ এর প্রমাণাদি।

৮।  পৃথক আয় ব্যায় এবং ট্যাক্স ক্যালকুলেশন হিসাব।

৯।  জমাকৃত ডকুমেন্টস সমূহের তালিকা প্রদান।

 

গৃহ সম্পত্তির আয়কর রিটার্ন এর জন্য প্রয়োজনীয় ডকুমেন্টস

১।  ভাড়া প্রদানের চুক্রিপত্র

২।  ভাড়া আদায় রশিদ

৩।  ভাড়া আদায় লিপিবদ্ধ রেজিস্টার

৪।  ব্যাঙ্ক হিসাব বিবরণী

৫।  ব্যাঙ্ক লোন থাকলে প্রত্যায়ন পত্র

৬।  উৎসে কর্তন থাকলে চালান

৭।  অগ্রিম গ্রহণ / ফেরত এর প্রমান

৮।  যাবতীয় বিল ব্যায় এর প্রমাণাদি

৯।  যাবতীয় কর প্রদানের রশিদ

 

গৃহ সম্পত্তির আয়ের ক্ষেত্রে করণীয়  

১।  চুক্তিপত্র সম্পাদন করে ভাড়া প্রদান।

২। রশিদ বহির মাধ্যমে ভাড়া আদায়।

৩।  রেজিস্টার লিপিবদ্ধকরণ।

৪।  ব্যাংক হিসাবে ভাড়া জমা করন।

৫।  বাণিজ্যিক ভাড়ার উৎসে কর কর্তনে সহযোগিতা

করন।

৬।  অগ্রিম গ্রহণ বা ফেরত ব্যাংকের মাধ্যমে লেনদেন

করন।

৭।  যাবতীয় বিল / ব্যায় এর প্রমাণাদি ৬ বছর পর্যন্ত

সংরক্ষন।

৭।  জুন ৩০ এর পূর্বেই যাবতীয় লেনদেন সম্পাদন।

৮।  রেয়াত গ্রহণের জন্য জুন ৩০ এর পূর্বেই বিনিয়োগ নিশ্চিত করন।

আয়কর বর্ষ ২০২৪-২০২৫ এ আয়কর রিটার্ন জমা দিতে আপনার যে সকল ডকুমেন্ট প্রয়োজন

 

প্রাথমিক তথ্য :

১.  ETIN এর কপি             ২   প্রথমবার হলে ছবি

৩. NID এর কপি              ৪   সঠিক ঠিকানা

 

চাকুরীর তথ্য :

১     Salary Certificate         ২.  Bank Statement 1/7/2024-30/6/2025

৩.  Provident Fund (If any)    ৪.  TDS Chalan (If any)

 

ভাড়া প্রাপ্তির তথ্য :

১.  বাড়ি ভাড়ার চুক্তিপত্র            ২.  Bank Statement

৩.  ব্যায় এর তথ্য (লোন এর সুদ, রাজস্ব  পরিশোধ, মেরামত ও অন্যান্য ব্যায় এর প্রমান পত্র)

 

ব্যাবসার আয়-ব্যায়ের তথ্য:

১.  ক্রয়ের হিসাব বহি                ২.  বিক্রয়ের হিসাব বহি

৩.  বিনিয়োগের তথ্য                ৪.  ব্যাংক হিসাব

 

অন্যান্য আয়-ব্যায় তথ্য :

যে কোনো ধরণের আয় প্রাপ্ত হলে তার প্রমান পত্র। কোনো সম্পদ বিক্রয় হলে বিক্রয়ের প্রমান এবং কোনো নগদায়ন থাকলে তার প্রত্যয়ন পত্র।

 

বিনিয়োগ এর তথ্য (যদি থাকে):

১.  DPS/FDR                    ২.  Insurance Certificate

৩.  Share Market Investment    ৪.  সঞ্চয় পত্র

৫.  দান এর প্রমান

 

সম্পদ ও দায় (যদি নিজ নামে থাকে):

১.  House, Apartment           ২.  Land, Car, Electronics etc.

৩.  Bank Loan Info             ৪.  Others Loan

 

* পূর্বের বছরের রিটার্ন কপি  & অপ্রদর্শিত কোনো সম্পদ যদি থাকে

যে সমস্ত কারনে আয়কর রিটার্ন প্রসেস / অডিট / পুনঃরায় উন্মোচন হতে পারে :

১.  আয়কর গণনায় ভুল হলে।

২.  আয়কর গণনায় ব্যাংক সুদ হিসাব ভুক্ত করা না হলে।

৩.  আইটি১০বি তে সঞ্চয়পত্র দেখালে কিন্তু সঞ্চয়পত্রের  সুদ আয় হিসাবে না দেখালে।

৪.  আইটি১০বি তে কৃষি জমি দেখালে কিন্তু কৃষি খাতে আয় না দেখালে।

৫.  প্রয়োজনীয় ডকুমেন্ট যেমন বেতন বিবরণী , ব্যাংক বিবরণী , সংশ্লিষ্ট বছর ক্রয়ক্রিত সম্পত্তির সমর্থনে ডকুমেন্ট রিটার্ন এর সাথে জমা দেয়া না হলে।

৬.  আইটি১০বি তে বাড়ি বা ফ্লাট দেখালে এবং পারিবারিক খরচ এ আবাসন খরচ দেখালে। সে ক্ষেত্রে বাড়ি বা ফ্লাটটির ভাড়া , বাড়ি ভাড়া খাতে আয় না দেখালে।

৭.  বাড়ি ভাড়া আয় এর সমর্থনে বাড়িভাড়া চুক্তিপত্র বা ভাড়া আদায় রশিদ সংযুক্ত না করলে।

৮.  মাসিক ভাড়া আদায় ২৫,০০০ টাকার বেশি হলে তা ব্যংকিং চ্যানেলে আদায় না হলে।

৯.  আইটি১০বি তে গাড়ি দেখানো থাকলে , পারিবারিক খরচ এর যাতায়াত ব্যায় ড্রাইভার এর বেতন ও গাড়ি     পরিচালনা ব্যায় তুলনা মূলক ভাবে কম দেখানো হলে।

১০.  বাড়ি নির্মাণ ব্যায় মিউনিসিপিলিটি রেট থেকে বেশি বা কম দেখানো হলে।

১১.  আইটি১০বি তে এফডিআর দেখানো হলে কিন্তু এফডিআর এর সুদ আয় দেখানো না হলে।

১২.  পূর্বের বৎসর থেকে আয় কম দেখানো হলে তার যথাযথ ব্যাখ্যা দেওয়া না হলে।

১৩.  পারিবারিক খরচ তুলনামূলক কম দেখানো হলে। করদাতা কোন এলাকায় বসবাস করেন সেখানের জীবনযাত্রার মান অনুযায়ী খরচ কম দেখানো হলে।

১৪.  খাত ভিত্তিক পারিবারিক খরচ এর বিভাজন দেখানো না হলে।

১৫.  ব্যংকিং চ্যানেল ছাড়া ব্যাক্তিগত লোন নেয়া বা দেওয়া দেখানো হলে।

১৬.  অনেক বৎসর যাবৎ ফ্লাট এর অগ্রিম দেখানো থাকলে।

১৭.  রিটার্ন না মিললে।  অর্থাৎ IT-11GA ফরমে ৬ নং পৃষ্ঠার  ১৮ নং কলামে এবং IT-11GA2016      ফরমের  IT-10B2016 এর ২২ নং কলামে পজিটিভ বা নেগেটিভ সংখ্যা দেখানো হলে।

১৮.  বিনিয়োগ সমর্থনে সঠিক ডকুমেন্ট প্রদান না করলে।

১৯.  আয়কর রেয়াত গণনায় ভুল হলে।

 

আয়কর রিটার্ন দাখিল না করিলে কি হয়?

কোন করদাতা আয়কর অধ্যাদেশের ৭৫ ধারা অনুসারে নির্ধারিত সময়ের মধ্যে আয়কর রিটার্ন দাখিলে ব্যার্থ হলে তার উপরে আয়কর অধ্যাদেশের ১২৪ ধারা অনুযায়ী জরিমানা, ৭৩ ধারা অনুযায়ী ৫০ শতাংশ অতিরিক্ত সরল সুদ এবং 73A ধারা অনুযায়ী বলম্ব সুদ (delay interest ) আরোপযোজ্ঞ হবে.

যে ক্ষেত্রে করদাতা রিটার্ন দাখিলের জন্য সময় আবেদন করে উপ কর কমিশনারের কতৃক মঞ্জুর বর্দিত সময়ের মধ্যে রিটার্ন দাখিল করবেন, যে ক্ষেত্রে করদাতার উপর জরিমানা অৰ্পিত হবেনা, তবে অতিরিক্ত সরল সুদ ও বিলম্ব সুদ আরোপিত হবে.

 

Let's Talk!