• Please read twice while you input these important information.

    আমি ঘোষণা করিতেছি যে, উল্লেখিত বিবরণী আমার জানামতে সঠিক। উক্ত বিবরণের মধ্যে যদি কোন অসত্য কিংবা অসম্পূর্ণ বিবরণ গোচরীভূত হয়, তবে সিটি কর্পোরেশনের বিধি মোতাবেক লাইসেন্স বাতিল করিলে আমার কোন আপত্তি থাকিবে না।

আপনার তথ্য সাবমিট করার পর আমাদের টিম আপনার সাথে যোগাযোগ করবে এবং আপাণাকে জানিয়ে দেয়া হবে যে আপনার ব্যবসার ধরনের  উপর নির্ভর করে আপনার ট্রেড লাইসেন্স পেতে সর্বমোট কত টাকা ও কত দিন সময় লাগবে?

Don’t have a phone number? Start on FB Messenger.
[email protected]

Required Documents

(ক) মালিকের সত্যায়িত ছবি ০৩ (তিন) কপি।
(খ) জাতীয় পরিচয় পত্রের ফটোকপি।
(গ) মূলধন প্রমাণের প্রয়োজনীয় কাগজপত্রাদি (লিমিটেড কোম্পানির ক্ষেত্রে মেমোরেন্ডাম এবং আর্টিকেলস্)
(ঘ) মালিকানা প্রমাণের জন্য দলিল/পর্চা (ভাড়াটিয়া হলে ভাড়ার চুক্তিপত্র)।
(ঙ) হালনাগাদ হোল্ডিং ট্যাক্স পরিশোধের রশিদ (প্রযোজ্য ক্ষেত্রে)
(চ )অনাপত্তি সনদ (নতুন প্রতিষ্ঠানের ক্ষেত্রে)

বি:দ্র :- সংযুক্ত সকল কাগজ পত্র সত্যায়িত হইতে হইবে। (প্রথম শ্রেণীর গেজেটেড কর্মকর্তা / ওয়ার্ড কাউন্সিলর কর্তৃক)

অনুগ্রহপুর্বক পাসপোর্ট সাইজ ছবি, জাতীয় পরিচয় পত্র এবং অন্যান্য প্রয়োজনীয় সংযুক্তি করুন
For Any Clarification:
Please call: 01753718223

ট্রেড লাইসেন্স পেতে কত দিন সময় লাগে?

দুই দিন থেকে এক সপ্তাহ (নির্ভর করে আপনার পেপারস কতটা প্রস্তুত)

ট্রেড লাইসেন্স পেতে কত টাকা লাগে?

  • আমাদের সার্ভিস চার্জ ০০০ টাকা (including all disbursement)
  • সরকারি চার্জ আপনার ব্যবসা ধরনের  উপর নির্ভর করে। সাধারণত ২৫০০ টাকা থেকে ১০,০০০ টাকা হয়ে থাকে।

LegalSeba.com আপনাকে কিভাবে সাহায্য করবে?

অর্ডার সম্পূর্ণ  হলে আমাদের টিম মেম্বার আপনাদের ঠিকানাতে গিয়ে প্রয়োজনীয় কাগজপত্র   সংগ্রহ করে যথাযথ ভাবে সাবমিট করে ট্রেড লাইসেন্স সংগ্রহ করে আপনার ঠিকানাতে পৌঁছে দিবে।

 

N.B. All Professional Fees are calculated excluding 15% VAT & Required Govt. Fees Based on the Individual Project. 

This Quote is valid only for Bangladeshi nationals.

We Make Your Business Legal in Bangladesh

A modern approach to start your business 

Let's Talk!